ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-22 14:30:48

দেশের উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। এ জেলার পাশেই হিমালয় অবস্থিত হওয়ায় শীতের তীব্রতা অনেক বেশি। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে সাধারণ ও খেটে খাওয়া মানুষরা পড়েছে চরম দুর্ভোগে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষরা। তাদের হাতে এখনো পৌঁছায়নি শীতবস্ত্র। ফলে মানবেতর জীবনযাপন করছে তারা।

এদিকে ঘন কুয়াশা থাকার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে চালকরা।

এ বিষয়ে জেলার ট্রাক চালক জসিম উদ্দিন জানান, গত কয়েক দিন ধরে সকালে ও রাতে অনেক বেশি কুয়াশা পড়ে। তাই গাড়ি চালাতে হিমশিম খেতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ সকাল ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যার পর ঘন কুয়াশা নামে। যা আরও কয়েকদিন থাকার সম্ভাবনা আছে।

এ সম্পর্কিত আরও খবর