কোম্পানীগঞ্জে বিজয় মেলা উদ্বোধন

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-23 07:11:41

'মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে দেব না' এ স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের বিজয় শোভাযাত্রায় ও ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‍্যালিটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন কমিটি, যুগান্তর স্বজন সমাবেশের স্বজন, ব্যাঞ্জনা খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান র‌্যালিতে অংশ নেয়। পরে বসুরহাট বাজারে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তি ফরিদা ইয়াছমিন মুক্তা ও যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি শওকত আজিম জাবেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা আজিজুল হক, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর