সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি: ডেপুটি স্পিকার

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-26 16:02:41

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, একধরনের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। আর সরকার সেই সিন্ডিকেটকে ধ্বংস করতে ভর্তুকি দিয়ে মানুষের মাঝে মাত্র ৫৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, যার কারণে কৃষকরা ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারছে। এতোদিন সরকার ইরি মৌসুমের ধান কিনলেও, এবার প্রথম সাধারণ কৃষকের কথা চিন্তা করে আমন মৌসুমেও ধান ক্রয় করছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওছার মিশু, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান লিটন, উড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব উদ্দিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর