ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-09-01 10:07:26

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে উপজেলার শ্রম কল্যাণ কেন্দ্রের মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ঈমাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

সংগঠনের সভাপতি আলমগীর কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হেবজুল বারী, সংগঠনের সাধারণ সম্পাদক এম এ লিটন, আশুগঞ্জ উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হাজী মো. মোবারক আলী চৌধুরী, চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি প্রমুখ।

২০ দিনব্যাপী মেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। মেলায় প্রতিদিনই দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক। এছাড়াও মেলায় বসেছে রকমারি ৩৫টি স্টল। ১৯৯৪ সাল থেকে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে আশুগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর