নৌকায় লাফিয়ে উঠল ১৭ কেজি ওজনের কাতল

মুন্সিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সিগঞ্জ | 2023-08-30 06:36:17

পদ্মায় বিশালাকৃতির এক কাতল মাছ জেলের নৌকায় লাফিয়ে উঠেছে। বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামের মো. তৈয়ব মিয়ার সঙ্গে এ ঘটনাটি ঘটে। তিনি দাবি করেন, তার নৌকায় ১৭কেজি ওজনের মাছটি লাফিয়ে উঠে।

প্রতিদিনের মতোই মধ্যরাত থেকেই মাঝপদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন তৈয়ব মিয়া। এ সময় ভোর রাতের দিকে হঠাৎ করে তার নৌকাতে লাফিয়ে উঠে পড়ে মাছটি। পরবর্তীতে সকাল ৭টায় মাছটি বিক্রির উদ্দেশ্যে মাওয়া ঘাটের হাজী মো. আব্দুল মজিদ শেখের মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি। এ সময় উৎসুক জনতারা ঐ আড়তে ভীড় জমায় মাছটিকে এক নজর দেখার জন্য।

আড়তে ১৭কেজি ওজনের মাছটির দাম উঠে ২১ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় স্থানীয় খুচরা বিক্রেতারা মাছটি কিনে ঢাকার পাইকারদের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করে বলে জানান মৎস্য আড়ত মালিক আব্দুল মজিদ শেখ। তিনি আরো জানান, ১৭ কেজি এ সাইজের মাছ ভেসে বা লাফিয়ে উঠতে সচরাচর পদ্মায় দেখা মেলেনা। তাছাড়া দীর্ঘদিন ধরে লাফিয়ে উঠা এ সাইজের মাছের কথা প্রথম শুনেছি ও দেখেছি।

এ সম্পর্কিত আরও খবর