টিসিবির পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

নরসিংদী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2023-08-29 01:24:38

নরসিংদীতে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিপণন প্রতিষ্ঠান (টিসিবি)। আর এ পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে সাধারণ মানুষ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে নরসিংদী শহরের বানিয়াছল বটতলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। ইতোমধ্যে ২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হয়েছে। একজনকে ১ কেজির বেশি পেঁয়াজ দেয়া হচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, সকল বয়সী নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ ক্রয় করছেন।

শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার আলমগীর হোসেন বলেন, ‘দেরিতে হলেও নরসিংদীতে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। এতে খুশি হয়েছে সাধারণ মানুষ। টিসিবির পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকলে আশা করি বাজারে পেঁয়াজের দামও কমে আসবে।’

নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া জানান, আগামীকালও টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর