বরগুনায় ভুয়া ডাক্তার আটক

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2023-08-22 05:09:00

বরগুনার পাথরঘাটার কাকচিড়া বাজার একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ডিকে গোলদার নামের এক ভুয়া ডাক্তার আটক করেছে র‌্যার-৮।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাকটিড়া বাজারের মের্সাস নাসিমা ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তার চেম্বার নামক একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালায় র‌্যাব।

আটক ভুয়া ডাক্তার গোলদার খুলনার বাটিয়াঘাটার গুনারাবাদ এলাকার মৃত অনিল কুমার গোলদারের ছেলে।

র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার রইস উদ্দিন বার্তা২৪.কমকে ভুয়া ডাক্তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাকচিড়া বাজারে মের্সাস নাসিমা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার দিরাজ কুমার (ডি.কে) গোলদারকে আটক করা হয়েছে। আটকের সময় তার ডাক্তারি পাশের কোনো সার্টিফিকেট দেখাতে পরেনি। চিকিৎসার নামে দীর্ঘদিন ধেরে সে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

তিনি আরও বলেন, যে ডাক্তারি পাশ করেনি; তার মাধ্যমে মানুষ কীভাবে চিকিৎসাসেবা পাবে? তাই তাকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে আগামীকাল পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও খবর