আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-09-01 12:22:18

হিমালয় কন্যা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে ক্রমেই কমতে শুরু করেছে তাপমাত্রা। শীতকাল যতোই ঘনিয়ে আসছে পঞ্চগড়ে শীতের তীব্রতা ততই বৃদ্ধি পেতে শুরু করেছে। শীতের দাপটে দূর্ভোগে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। গত কয়েকদিন থেকে কুয়াশা ও হালকা হিমেল হাওয়া প্রবাহিত হলেও আজ শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন পর আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা দেশের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি মাসের ২৩ নভেম্বর সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরেও জেলার বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে। খড়কুটা জ্বালিয়ে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিম্ন আয়ের মানুষজন।

জেলার তেঁতুলিয়া উপজেলা বাংলাবান্ধা এলাকার বাসিন্দা নাইমুল ইসলাম বার্তা২৪.কম-কে জানান, 'পঞ্চগড়ের সব চেয়ে শীত বাংলাবান্ধায় অনুভূত হয় কিন্তু আজ সকাল থেকে শীতের তীব্রতা প্রচুর ফলে আমরা চরম বিপাকে পড়েছি।'

একই দূর্ভোগের কথা জানালেন সদর উপজেলার কাকপাড়া এলাকার বালি উত্তোলন শ্রমিক মাহবুব আলম। তিনি জানান, আমাদের নদীর পানিতে ডুবে বালি তুলতে হয়। কিন্তু পানি ঠান্ডা হওয়ায় নদীতে নামার সাহস পাচ্ছি না।'


এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কম কে জানান, 'কয়েকদিন পর আবারো আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস যা দেশের মধ্যে সর্বনিম্ন। তবে সকাল থেকে কুয়াশাছন্ন আবহাওয়া থাকলেও বেলা সাড়ে ১১টার পর সূর্যের আলো কিছুটা দেখা পড়তে শুরু করেছে।'

এ সম্পর্কিত আরও খবর