‘গুম-ক্যাসিনো থেকে জনগণ মুক্তি চায়’

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,নোয়াখালী | 2023-08-26 13:53:58

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এ সরকারের সময় মানুষ বোঝা বইতে বইতে শেষ। পেঁয়াজ, চাল, ডাল তারপর হত্যা, গুম-রাহাজানি আর ক্যাসিনোর এত বোঝা মানুষ সহ্য করতে পারে না। মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলা জেএসডির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি এম এ জলিল।

জেএসডি সভাপতি বলেন, ঐক্যফ্রন্টের জন্ম হয়েছে আপদ, স্বৈরাচারী-ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। দেশের মানুষ মুক্তিযুদ্ধ যেভাবে করেছে, ঠিক সেভাবে একটি নির্দলীয় সরকার চেয়েছে ঐক্যফ্রন্ট। কিন্তু ভোটের সময় শিক্ষক, পুলিশ, সেনাবাহিনীসহ সর্বস্তরের প্রশাসনকে ঘুষ দিয়ে ভোট কিনে নিয়েছে এ সরকার।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানিয়া রব, প্রচার সম্পাদক এসএম রানা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক এডভোকেট আবুল কাশেম, জেলা জেএসডির সাধারণ সম্পাদক এডভোকেট কাউসার নিয়াজীসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর