চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-21 09:35:55

ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে দুপুরের দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে আসার পথে চলন্ত ট্রেনের দরজা থেকে নিচে ছিটকে পড়েন ওই বৃদ্ধ। এতে ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস বুশরা জানান, ট্রেন দুর্ঘটনায় আহত বৃদ্ধের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) ইনচার্জ কার্তিক চন্দ্র রায় জানান, আহত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম, পরিচয় জানার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর