নৈশ প্রহরীকে পেটালেন সমাজসেবা কর্মকর্তা

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ | 2023-08-19 22:36:17

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেনের বিরুদ্ধে অফিসের নৈশ প্রহরীকে পেটানোর অভিযোগ উঠেছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে (৫৬) শাহাদত হোসেনের নিজ কক্ষে নিয়ে মারপিট করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নৈশপ্রহরীর ছেলে মজনু মিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেন বিভিন্ন সময়ে নানা কারণে নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে গালাগাল ও শারীরিকভাবে নির্যাতন করতেন। রবিবারও নৈশ প্রহরীকে মারপিট করেন। বিষয়টি নিয়ে অভিযোগ করার প্রস্তুতি নিলে সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেন জানতে পেরে সোমবার সকালে পুনরায় তাকে নিজ কক্ষে ডেকে নিয়ে দরজা লাগিয়ে বেধড়ক মারপিট করে। গুরুতর অবস্থায় আব্দুর রাজ্জাককে প্রথমে তাড়াশ পরে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদত বলেন, 'আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে'।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ জানান, বিষয়টি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর