চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে লবণ কেনায় আটক ১৩

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-09-01 11:50:23

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত দামে লবণ কেনায় ১৩ ক্রেতা আটক হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েক কেজি লবণ জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, একটি চক্র লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে হঠাৎ করেই বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। গুজব রোধে পুলিশসহ ভোক্তা অধিকার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে নেমেছেন। অভিযানে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার হতে ১২ জন এবং শিবগঞ্জ বাজার হতে ১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী জানান, লবণের বিষয়ে গুজবে কান না দিতে জেলা জুড়ে মাইকিং করা হচ্ছে এবং কোনো ব্যবসায়ী যদি লবণের অতিরিক্ত মূল্য রাখে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিতে অনুরোধ করেন।

এ সম্পর্কিত আরও খবর