লক্ষ্মীপুরে প্রস্তুত ১০০ সাইক্লোন শেল্টার, ৬৬ মেডিকেল টিম

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-08-16 12:48:28

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় লক্ষ্মীপুরে ১০০টি সাইক্লোন শেল্টার ও ৬৬টি মেডিকেল টিমসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। জেলার সরকারি সকল দফতর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবিলা বিষয়ক প্রস্তুতি সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

সভায় জেলার উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্ক সংকেত দেখানোর জন্য বলা হয়েছে। বুলবুল মোকাবিলায় সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় জরুরি সভা করে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ২ হাজার ৫০০ কর্মী প্রস্তুত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে শুক্রবার সকাল থেকে জেলার সর্বত্র গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

এ সম্পর্কিত আরও খবর