টেকনাফে রোহিঙ্গা প্রহরী গুলিবিদ্ধ

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টেকনাফ | 2023-09-01 13:30:04

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে ডাকাতের গুলিতে মোহাম্মদ হামিদ (২০) নামে একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ওই ক্যাম্পের প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ হামিদ টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের নুরালি পাড়া আই-টু ব্লকের হাফেজের ছেলে।

ওই ক্যাম্পের আই ব্লকের হেড মাঝি গুরা মিয়া জানান, এই ক্যাম্পের প্রহরী হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় রোহিঙ্গা হাসপাতালে নেয়া হয়েছে। তবে কারা গুলি করেছে তা এখনো জানা যায়নি।

ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা জানান, পাহাড়ে দিন দিন ‘ডাকাত’ দলের সংখ্যা বাড়ছে। সেখানে ইয়াবার আস্তানাও বাড়ছে। প্রতিদিন মারামারি ও গুলি বর্ষণের ঘটনা ঘটছে। এর ফলে রোহিঙ্গাদের মাঝে ভয় সৃষ্টি হচ্ছে।

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আলম জানান, রাতে গুলিবিদ্ধ এক রোহিঙ্গাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক মনির জানান, ডাকাত দলের গুলিতে এক রোহিঙ্গা প্রহরী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর