‘দেশে শুদ্ধি অভিযান চলছে ভাল হয়ে যান’

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর) | 2023-08-24 22:19:17

যশোর-১ আসনের (শার্শা) সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শুদ্ধি অভিযান চালাচ্ছেন। কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে ভাল হয়ে যান।’

তিনি বলেন, ‘ভেবেন না এ অভিযান শুধু ঢাকাতেই চলছে। রাজধানীর বাইরেও এ অভিযান চলছে। তাই জেলা, উপজেলা এমনকি অজপাড়া গাঁ- এ কেউ যদি অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন, ভালো হয়ে যান। কেননা কাউকে ছাড় দেয়া হবে না।’

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শার্শার উপজেলা অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ আফিল উদ্দীন বলেন, ‘বেনাপোল, র্শাশায় এখনো মাদকের কারবার চলছে। এটা আমার জন্য খুবই লজ্জাজনক। মাদক সমস্যা সমাধানে জনগণকে এগিয়ে আসতে হবে। তারা এগিয়ে না আসলে পুলিশের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আপনারা আমাকে অনেকবার কথা দিয়েছেন মাদক পাচার ও সেবন রোধে পুলিশকে সহযোগিতা করবেন। কিন্তু কেউ কথা রাখেননি।’

পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের তালিকা করে আটক করেন। আমি সহযোগিতা করবো।’

আলোচনা সভায় শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক, সার্কেল এএসপি জুয়েল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানসহ শার্শা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সাংসদ আফিল উদ্দিন শার্শার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।

এ সম্পর্কিত আরও খবর