গাঁজা সেবন ও রাখার দায়ে যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-29 15:09:00

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মো. সোহেল মিয়া (৩৫) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজিমুল হায়দার এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার আশুগঞ্জ বাজার এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে।

ইউএনও নাজিমুল হায়দার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের সহায়তায় উপজেলার রেলগেইট এলাকায় অভিযান চালানো হয়। এসময় সোহেলের দোকানে অভিযান চালানো হলে তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় সোহেল নিজে গাঁজা সেবন ও বিক্রি করে বলে স্বীকার করে।’

তিনি বলেন, ‘সোহেল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৯(১) দফা ‘খ’ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ৫ হাজার টাকা নগদ পরিশোধ করায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য থানায় সোপর্দ করা হয়।’

এ সম্পর্কিত আরও খবর