ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা টোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও | 2023-08-19 09:21:10

ঠাকুরগাঁওয়ে একটি স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়েছে।

 ‘রং তুলিতে রাঙ্গিয়ে তুলি চেতনায় শেখ রাসেল’এই স্লোগানে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে শহরের ড্রিমল্যান্ড স্কুলে নবীন আলো নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হয়।

নবীন আলো সংগঠনের সভাপতি সৈয়দ সিহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, ডা. শুভেন্দু কুমার দেবনাথ, ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক আজহার উদ্দীন তালুকদার, সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল আল রিয়াদ,সহ-সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার, শিশু বিষয়ক সম্পাদক সোনিয়া আখতার রিমি,সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিথিলা দাশ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ,কার্যকারী সদস্য জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর