বরগুনায় কলেজছাত্রী হত্যায় একজনের যাবজ্জীবন

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, বরগুনা | 2023-08-18 18:48:59

বরগুনার পাথরঘাটায় কলেজছাত্রী সেতু (১৭) হত্যা মামলায় জিয়াউল হক ছোট্ট নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার বাকি তিন আসামিকে অব্যাহতি দেওয়া হয়। জিয়াউল হক ছোট্ট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক।

মামলা থেকে খালাস পাওয়া আসামিরা হলেন-অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি, রেজবী খান ও আবদুল্লাহ আল মামুন কাজী। বুধবার (২৩ অক্টোবর ) দুপুর ১২ টার দিকে বরগুনা নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ জুন আসামিরা পাথরঘাটা কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুন্নাহার সেতুকে নির্যাতন করার পর বিষ খাইয়ে হত্যা করে। এ ঘটনায় পরের দিন অর্থ্যাৎ ৩০ জুন সেতুর বড় ভাই নজরুল ইসলাম রিপন বাদি হয়ে মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর আজ এ হত্যা মামলার রায় দেওয়া হলো। এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকটে কমল কান্তি রায়।

এ সম্পর্কিত আরও খবর