নিজ দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নানক

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিষ্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম,চাঁপাইনবাবগঞ্জ | 2023-09-01 21:43:14

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের কোনো ছাড় নেই, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দলের সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সংগঠিত করে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।'

নানক বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের যে ঘোষণা দেন, তা শুধু তার স্বপ্ন, বাস্তবে মাঠে দাঁড়ানোর মতো কোনো শক্তিই নেই বিএনপির।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিগত নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের যে পরাজয় হয়েছিল-সেটি মনে করিয়ে দিয়ে তিরস্কার করে নেতাকর্মীদের বলেন, ‘ঘরেই আমাদের শত্রু আছে, তাদের চিহ্নিত করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারবে না।'

বর্ধিত সভা থেকেই আগামী ২৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনের ঘোষণা দেন। এদিকে জেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণায় বর্ধিত সভার উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সভাপতি মো. মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, অধ্যক্ষ মেরিনা জাহান, সংসদ সদস্য মো.আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ফেরদৌসী রহমান জেসি, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

এছাড়াও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ অভ্যন্তরীণ কোন্দলের নানান দিক তুলে ধরেন। সাংগঠনিক ব্যর্থতার কারণে বিগত নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে নৌকার ভরাডুবি ঘটেছে বলে উল্লেখ করেন।

এ সম্পর্কিত আরও খবর