রাজবাড়ীতে মা ইলিশ ধরায় ৩৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী | 2023-08-21 10:49:45

প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালানোর সময় আটক জেলেদের কাছ থেকে ২০ মণ মা ইলিশ ও ২ লাখ ১৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপর পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় সদর উপজেলার গোদার বাজার, পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও দৌলতদিয়াতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক জেলেদের মধ্যে ১১ জনকে ১৪ দিন, ২৩ জনকে ১৩ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। আর একজনকে ৫ হাজার ও অপর একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্টেট মো: রফিকুল ইসলাম, মো: মহিউদ্দিন, মোছা: দিলশাদ জাহান, রুমারা আফরোজ, রেজওয়ানা নাহিদ ও মো: আরিফুজ্জামান।

জব্দ করা ২০ মণ মা ইলিশ জেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর