মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-22 18:28:32

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনায় মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে শিবালয় উপজেলা পরিষদ কার্যালয়ে আটক ব্যক্তিদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। এর আগে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার পদ্মা-যমুনার জাফরগঞ্জ, পাটুরিয়া ঘাট ও আশেপাশের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সরকারি নির্দেশ অমান্য করে শিবালয়ের পদ্মা-যমুনায় কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের সময় তাদেরকে আটক করা হয়।

এসময় জেলেদের নিকট থেকে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। আর জেলেদের নিকট থেকে জব্দ করা চার মণ ইলিশ স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর