নিজ দল থেকেই দুর্নীতি উৎপাটনের কাজ শুরু: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা) | 2023-08-21 19:20:10

সরকার অত্যন্ত সাহসিকতার সঙ্গে নিজ দল থেকেই দুর্নীতির মূল উৎপাটনে কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৩৯৫ জন সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, 'অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়ে এ অভিযান শুরু হয়েছে। দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত দুর্নীতি বিরোধী অভিযান চলবে। দুর্নীতিবাজ রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী কেউ ছাড় পাবে না। এক এক করে সবাইকে ধরা হবে। দুর্নীতিবাজদের ধরতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কখনো খেলাপ করেন না, কথা বলার চেয়ে প্রধানমন্ত্রী কাজ বেশি করেন বলেই আজ বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।'

প্রতিমন্ত্রী বলেন, 'চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকা কালে দেশ থেকে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে, ক্যাসিনো ব্যবসা দেশে খালেদা জিয়াই প্রথম শুরু করেছিল।'

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান, আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার আকরাম সাকাপি, সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর