বগি লাইনচ্যুত, কিশোরগঞ্জ-ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-25 21:15:51

সিলেটের মাইজগাও ফেঞ্চুগঞ্জ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের বগি কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ স্টেশনের কাছকাছি এসে লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ভৈরব-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল।

শনিবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-নীলগঞ্জ স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেন্সুগঞ্জ থেকে আসা মালবোঝাই ট্রেনটি ময়মনসিংহ, জামালপুর হয়ে তারাকান্দি যাওয়ার কথা ছিল। ভোরে নীলগঞ্জ স্টেশনের অদূরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেলে বন্ধ হয়ে যায় ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। উদ্ধারকাজ দ্রুত গতিতে চলছে।

জানা গেছে, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন এবং ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস নামে একটি ট্রেন নান্দাইল রেলওয়ে স্টেশনে আটকা আছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

এ সম্পর্কিত আরও খবর