পাটুরিয়া-দৌলতদিয়ায় বাসের চাপ নেই, পার হচ্ছে ট্রাক

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ-রাজবাড়ী | 2023-08-28 06:18:08

পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ও দৌলতদিয়ায় ঘাট পন্টুন সংকটের কারণে এক সপ্তাহ ভোগান্তির পর স্বাভাবিক হতে শুরু করেছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। ফলে কমতে শুরু করেছে ভোগান্তি। নৌরুটের ১৬টি ফেরির মধ্যে যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে ১২টি ফেরি।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী অপেক্ষমাণ বাসের কোনো সারি নেই। ঘাট এলাকায় আসা মাত্রই ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাক। সেই সঙ্গে সিরিয়াল অনুযায়ী নৌরুট পারাপার হচ্ছে ঘাট এলাকায় আটকে থাকা সাধারণ পণ্যবাহী ট্রাক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট কার্যালয়ের বাণিজ্য বিভাগের কর্মকর্তারা বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।

ফেরিঘাট কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, 'দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় চারটি ঘাট পন্টুন স্বাভাবিক হয়েছে। এসব ঘাট পন্টুন দিয়ে অনায়াসে ঘাটমুখী যানবাহনগুলো ফেরিতে উঠা-নামা করতে পারছে। আবার নদীতে স্রোত কমে যাওয়ায় ফেরি চলাচলও স্বাভাবিক হতে শুরু করছে। সবমিলিয়ে, ঘাট এলাকায় যানবাহনের চাপ কমতে শুরু করেছে।'

পাটুরিয়া-দৌলতদিয়ায় বাসের চাপ নেই, পার হচ্ছে ট্রাক

সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস বা ব্যক্তিগত ছোট গাড়ির কোনো চাপ নেই। ঘাট এলাকায় আসা মাত্রই ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে এসব যানবাহন। সেই সঙ্গে ঘাট এলাকায় পারের অপেক্ষায় জমে থাকা ট্রাকগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌরুট পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে বলে জানা যায়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৬টি ফেরি রয়েছে। তবে স্রোতের কারণে গেল এক সপ্তাহ ফেরিগুলো চলাচল করতে পারেনি। ৪/৫ টি ফেরি দিয়ে কোনোরকমে যানবাহন পারাপার করা হয়েছে। যে কারণে ভোগান্তি ছিল ফেরিঘাট এলাকার উভয় ঘাটে।

তবে এখন নদীতে স্রোত কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। নৌরুটে এখন ছোট বড় মিলে ১২টি ফেরি চলাচল করছে। নদীতে স্রোত আরেকটু কমে আসলে বাকি চারটি ফেরিও যানবাহন পারাপারে চলাচল করবে। মোট ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করতে পারলে ঘাট এলাকায় কোনো ভোগান্তির সম্ভাবনা নেই বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর