স্বর্ণ চুরির মামলায় আ.লীগ নেতাসহ পাঁচজন কারাগারে

ময়মনসিংহ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-18 21:39:24

ময়মনসিংহে স্বর্ণ চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের এক নেতাসহ পাঁচজনকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন- মহানগর আওয়ামী লীগের সদস্য নগরীর আরিফ জুয়েলার্সের মালিক মো: শহীদুল্লাহ (৪০), কর্মচারী আব্দুল মতিন (৩৫), মৌচাক জুয়েলার্সের মালিক অনিল চন্দ্র পাল (৪০), ত্রিশাল উপজেলার আশরাফুল জুয়েলার্সের মালিক আবুল কালাম (৪৫) ও দিঘারকান্দা এলাকার হৃদয় হোসেন (২৫)।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার শাকের আহম্মেদ জানান, গত ৫ সেপ্টেম্বর নগরীর দিঘারকান্দা এলাকায় স্থানীয় মোফাজ্জল হোসেনের বাড়িতে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় মোফাজ্জল হোসেন বাদী হয়ে পরদিন অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন। পরে সোমবার ও মঙ্গলবার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, হৃদয় হোসেন নামে এক যুবককে সন্দেহজনকভাবে আটক করার পর তার দেওয়া তথ্যে অন্যদের কাছ থেকে ১৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আটককৃতরা চোরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম জানান, চুরির ৪ ভরি সোনা শহীদুল্লাহ’র ম্যানেজার কিনেছে। কিন্তু শহীদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর