নবীগঞ্জে পূজা মণ্ডপে বিশৃঙ্খলার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ | 2023-08-08 06:11:05

হবিগঞ্জের নবীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা ও মেয়েদের উত্যক্ত করার দায়ে তিন বখাটেকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান তাদেরকে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের সাজন মিয়া (৩৬), আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের আলম মিয়া পুত্র রুবেল মিয়া (২০), একই এলাকার নেপাল সরকারের ছেলে অলক সরকার (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারের নিকটবর্তী মিঠাপুর গ্রামে শ্রী শ্রী ভৈরবান্দ মহাশক্তি দেবালয় দুর্গাপূজা মণ্ডপে দণ্ডপ্রাপ্তরা বিভিন্ন অশ্লীল ভাষায় মন্তব্য এবং নারীদের উত্যক্ত করেন। এ সময় তারা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে, স্থানীয় লোকজন তাদের আটক করে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, সোমবার সন্ধ্যায় পুলিশ আটককৃতদের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসানের কাছে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি বার্তাটোয়ন্টিফোর.কমকে নিশ্চিত করেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান।

এ সম্পর্কিত আরও খবর