লক্ষ্মীপুরে সুপারি চুরির অভিযোগে ছাত্রকে ইউপি সদস্যের মারধর

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-09-01 19:25:17

লক্ষ্মীপুরে সুপারি চুরির অভিযোগ এনে মাদ্রাসাছাত্র মোঃ সজিবকে মারধর করেছে টুমচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন।

শনিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এসময় কামাল ক্ষিপ্ত হয়ে সজিবের বড় ভাই আরিফ হোসেনের কনফেকশনারির মালামাল ভাঙচুর করে।

সজিব লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ও টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে।

স্থানীয়রা জানায়, স্থানীয় সোলেমানের বাগানের সুপারি চুরির অভিযোগ এনে ইউপি সদস্য কামাল ক্ষিপ্ত হয়ে সজিবকে মারধর করে। তখন সজিব তার ভাই আরিফের দোকানে ছিল।

মাদ্রাসাছাত্র মো. সজিব বলেন, আমি সন্ধ্যা থেকে ভাইয়ের দোকানে ছিলাম। ভাই না থাকায় আমি কোথাও বের হতে পারিনি। কিন্তু মেম্বার কামাল এসে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মারধর করে। এতে বাধা দিলে তিনি আমাদের দোকানের মালামাল ভাঙচুর করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, সজিবসহ কয়েকজন প্রতিরাতেই সুপারি চুরি করে আসছে। এ বিষয়ে জানতে চাইলে সজিব আমার সাথে খারাপ আচরণ করে। এতে আমি তাকে থাপ্পড় দিয়েছি। তবে তাদের দোকানের মালামাল আমি নষ্ট করিনি। আমি চলে যাওয়ার পর সজিব নিজেই মালামাল ভাঙচুর করেছে।

এ সম্পর্কিত আরও খবর