পাটুরিয়ায় যাত্রী ও রোগী পারাপারে চলছে ৩ ফেরি

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-31 13:10:13

অধিক স্রোতের কারণে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। তবে যাত্রী ভোগান্তি লাঘবে ঘাট এলাকায় আগত যাত্রীদের জন্য বড় একটি ফেরিতে করে নদী পারাপারের ব্যবস্থা রেখেছে ঘাট কর্তৃপক্ষ। একইভাবে জরুরি রোগীবহনকারী অ্যাম্বুলেন্স ও লাশ বহনকারী গাড়িগুলোকে নদী পারাপারের জন্য চালু রয়েছে ছোট দুটি ফেরি। তবে অন্যান্য সকল যানবাহন পারপার পুরোপুরি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

শনিবার (৫ আক্টোবর) রাত ৮টার দিকে ফেরি সংশ্লিষ্ট কর্মকর্তারা বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৬টি ফেরি রয়েছে। তবে নদীতে স্রোত ও দৌলতদিয়া ঘাট এলাকায় পন্টুন সমস্যার কারণে ফেরিগুলো চলাচল করতে পারছে না। নদীতে স্রোত কমে না আসা পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে হবে।’

পাটুরিয়া ফেরিঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ফেরিঘাট এলাকায় আগত যাত্রীদের পারাপারের জন্য বড় একটি ফেরি এবং জরুরি রোগীবহনকারী ও লাশবহনকারী গাড়িগুলোকে পারাপারের জন্য ছোট দুটি ফেরি চলাচল করছে।

খুব সাবধানতা অবলম্বন করে ফেরিগুলো চলাচল করছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর