ইউএনও'র মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

চট্টগ্রাম, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম | 2023-09-01 14:37:36

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদের সরকারি মোবাইল নম্বর ক্লোন করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) নম্বরটি ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে ফোন করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। তাই এ ব্যাপারে সর্ব সাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

সচেতনতা সৃষ্টিতে ইউএনও’র অফিসিয়াল ফেসবুক আইডিতেও একটি পোস্ট দেওয়া হয়েছে।

জানা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে ফোন করে বলা হয়, ‘আমি ইউএনও তৌছিফ আহমেদ বলছি, আপনার প্রতিষ্ঠানে একটি ল্যাপটপ দেওয়া হবে। আপনি এ নম্বরে দ্রুত সাত হাজার টাকা পাঠিয়ে দেন।’

এভাবে কারো কাছ থেকে ৫ হাজার টাকা, আবার কারো কাছ থেকে ৬ হাজার টাকা করে চাঁদা দাবি করে ওই প্রতারক চক্র। বিষয়টি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, একটি চক্র সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের সিম কার্ড ক্লোন করে প্রতারণার চেষ্টা করে যাচ্ছে। তাই তিনি সবাইকে এ ধরণের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর