কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘ সারি

মাদারীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম,মাদারীপুর | 2023-09-01 18:38:09

দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগের অন্যতম নৌরুট কাঁঠালবাড়ী-শিমুলিয়া। নাব্যতা সংকটের কারণে কিছুদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এই নৌরুটে। এতে ঘাটে আটকা পড়ছে যাত্রী ও মালবাহী যানবাহন।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টায় ঘাটে ফেরি পারের অপেক্ষায় গাড়ির লম্বা সারি। কোনও গাড়ি ২ দিন ধরে ঘাটে আটকে আছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাট সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে পদ্মা নদীতে স্রোত ও নদীর লৌহজং টার্নিং পয়েন্টের নাব্যতা সংকটের কারণে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ সময় নিচ্ছে ফেরি চলাচলে।

খুলনা থেকে ঢাকাগামী ট্রাক চালক আবিদ হোসেন জানান, গতকাল সকালে ঘাটে আসছি। এখনো সিরিয়ালের কোনো খবর নেই। কখন যে পাবো?

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, 'গতকাল থেকে অনেক গাড়ি ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তবে সব ফেরি ধীরে চলছে। এজন্য ঘাটে দীর্ঘ সারি।

এ সম্পর্কিত আরও খবর