আশুলিয়ায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটক

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার | 2023-08-31 04:31:37

সাভারের আশুলিয়ায় বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) দিনগত রাতে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- মাগুরা জেলার শ্রীপুর থানার মহেশপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আসাদ ও একই জেলার শ্রীপুর থানার মহেশপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মোমিন।

পুলিশ জানায়, আটকরা বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানের সামনে অর্থ লেনদেনের ছবি কৌশলে তুলে নিয়ে, বিকাশ নম্বরসহ অন্য প্রতারক সদস্যের কাছে সরবরাহ করে। পরে তারা বিকাশ কাস্টমার কেয়ারের পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে পিন নম্বর নিয়ে ওই একাউন্টের টাকা হাতিয়ে নেয়।

এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ মেহেদি হাসান বলেন, 'আটকরা কখনো ভুলে টাকা চলে গেছে, কখনো বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে বিকাশের পিন নিয়ে টাকা নিজের একাউন্টে স্থানান্তর করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর