চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-23 13:11:07

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার পদ্মা নদীতে ১২ ঘণ্টায় পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। তবে ফারাক্কা বাঁধের লকগেট খুলে দেওয়ার পর পদ্মায় যে হারে পানি বৃদ্ধি হচ্ছিল, তা কমে এসেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৬ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে পানির স্তর রয়েছে ২২ দশমিক ০৯ সেন্টিমিটার। যা বিপদসীমার ৪১ সেন্টিমিটার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ফারাক্কার সব লকগেট খুলে দেওয়ার পর গতকাল (সোমবার) বিকালে পদ্মায় পানি বৃদ্ধির হার অধিক ছিলো। কিন্তু সেই হার কমে গেছে।

সোমবার বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত তিন ঘণ্টায় পানি বেড়েছিলো ৫ সেন্টিমিটার। সেখানে পরের ১২ ঘণ্টায় বেড়েছে মাত্র ৩ সেন্টিমিটার।

এদিকে পানি বৃদ্ধির কারণে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফারাক্কার লকগেট খুলে দেওয়ার খবরে ভয়াবহ বন্যার আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের।

এ সম্পর্কিত আরও খবর