আম রফতানিতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-25 06:35:50

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেনে হলেনস্টেইন বলেছেন, বাংলাদেশের সুমিষ্ট আমের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আমের ব্যাপক চাহিদা রয়েছে বিদেশে। সোমবার (৩০ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বর্তমানে গুনগতমান ঠিক না থাকায় আম পর্যাপ্ত পরিমাণে রফতানি হচ্ছেনা। তবে গুনগতমান ও নিরাপদ আম উৎপাদন হলে সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে রফতানির আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন,সুইস কন্ট্রাক্ট চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। যা আপনাদের সহযোগিতায় বাস্তবায়ন হবে।

সভায় শিবগঞ্জ পৌরসভার মেয়র মো.কারিবুল হক রাজিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুইসকন্ট্রাক্ট'র কান্ট্রি ডিরেক্টর অর্নিভান ভৌমিক, প্রোগ্রাম ম্যানেজার মি. সোহেল ইবনে আলী প্রমুখ। সভা শেষে রাষ্ট্রদূত শিবগঞ্জ আম বাজারে একটি আধুনিক মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দুটি আম বাগান ঘুরে এসে পৌর চত্বরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা উপভোগ করেন।

এ সম্পর্কিত আরও খবর