ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর | 2023-08-27 21:56:43

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিরাজুল ইসলামের বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার নারানদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের ফেলু শেখের ছেলে। সিরাজুল ব্যবসায়িক সূত্রে মাদারীপুর জেলার শিবচরে বসবাস করতেন।

গত রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।

পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হল।

এ পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ২৭৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে ২১৪৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৪৩৭ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। তাদের মধ্যে থেকেও বেশ কয়েকজন রোগীর মৃত্যুর সংবাদ বিভিন্ন সময়ে পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ২০৩ জন রোগী ভর্তি রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর