সুনামগঞ্জে নৌকাডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-30 07:04:30

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরে নৌকাডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নৌকাডুবির ঘটনায় মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হলো। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিয়াকোটা হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম (২), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবির মিয়া (৩), নোয়ারচর গ্রামের আবজল মিয়ার ছেলে সোহান (১), রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে শহিদুল (৪), মাসিমপুর গ্রামের তাসমিনা (১১), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়ার (৬) নাম জানা গেছে।

mortal
মঙ্গলবার সকালে এ মরদেহগুলো উদ্ধার করা হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

স্থানীয় সাংবাদিক মুজাহিদ সর্দার জানান, বুধবার (২৫ সেপ্টেম্বর) পেরুয়া গ্রাম থেকে মাছিমপুর গ্রামে যাওয়ার জন্য ৩১ জন যাত্রী নৌকায় ওঠেন। কালিয়াকুটা হাওর দিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আইনুল বিলের পাশে নৌকাটি দমকা বাতাসের মুখে পড়ে। এতে যাত্রীসহ নৌকাটি তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ২০ জনকে জীবিত অবস্থায় এবং চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বুধবার সকালে আরও পাঁচজনের মরদেহ পাওয়া গেল। এ ঘটনায় এখনো নোয়ারচর গ্রামের আজিরুন (৩০) নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে নৌকাডুবিতে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১০

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, উদ্ধারকৃত মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি ও নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর