কুষ্টিয়ায় ফার্মেসি ও মিষ্টির দোকানে ৫৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-09-01 00:21:13

কুষ্টিয়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও ফিজিশিয়ান স্যাম্পল দোকানে রাখার অপরাধে তিনটি ফার্মেসি ও ওজনে কম দেয়ায় একটি মিষ্টির দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালি উপজেলার যদুবয়রা ও জয়বাংলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

এসময় তিনি জানান, ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে আলী ফার্মেসিকে ৪০হাজার টাকা, বিশ্বাস ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং দইয়ের ওজন কম দেওয়ার অপরাধে চাঁদ মিষ্টান্ন ভাণ্ডারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইনসাফ হোসেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর