নতুন পদ্ধতিতে পাচার হচ্ছে মদ

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা | 2023-08-23 23:25:17

পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জের গোয়ালিয়া বাজার সংলগ্ন পদ্মায় মাছ ধরার সময় জেলেদের জালে বিদেশি মদ ধরা পড়ে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে এইসব বিদেশি মদ পদ্মা থেকে উদ্ধার করে পুলিশ।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাদিউল ইসলাম জানান, স্থানীয় জেলেরা পদ্মায় মাছ ধরার সময় তাদের জালে একটি প্লাস্টিকের ড্রাম আটকে যায়। ওই ড্রাম দেখে জেলেদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপ-পরিদর্শক গোপাল চন্দ্র মন্ডল ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উদ্ধার হওয়া ড্রাম থেকে ২৮ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি হাদিউল ইসলাম জানান, পুলিশের ধারণা মাদক ব্যবসায়ীরা নদী পথে নতুন পদ্ধতিতে মদ পাচার করছিল। আর পাচারের জন্য ব্যবহার করা হয়েছে মোবাইলফোন। ফোনের জিপিএস ব্যবহার করে মাদক কারবারিরা মাদকগুলোর অবস্থান শনাক্ত করতে পারে বলে জানিয়েছেন এই ওসি। 

পুলিশ বিদেশি এই মদ ও মোবাইল ফোন উদ্ধারের পর বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দেখছে।

এ সম্পর্কিত আরও খবর