সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-26 04:05:35

 

কুষ্টিয়া শহরের একমাত্র প্রধান সড়ক এনএস রোড। অধিকাংশ ব্যবসা-বাণিজ্য গড়ে ওঠেছে এ সড়কেই। প্রায় সোয়া দুই কিলোমিটারের এ সড়কের ওপর দাঁড়িয়ে আছে ৪২টি বৈদ্যুতিক খুঁটি।

সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় ভোগান্তিতে পড়ছে যাত্রী সাধারণসহ চলাচলকারী যানবাহনগুলো। অল্প দূরত্বের ব্যবধানে সেসব খুঁটির অবস্থান। কিছু কিছু খুঁটি আবার সড়কের প্রায় মাঝখানে পড়ে গেছে। এতে করে থাকছে দুর্ঘটনার ঝুঁকি। ফলে সড়ক প্রশস্থ হলেও সুফল পাচ্ছেন না কুষ্টিয়া পৌরসভার জনগণ।

পৌরসভা সূত্র জানায়, কুষ্টিয়া শহরের মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত এনএস রোডের প্রায় সোয়া দুই কিলোমিটার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ নির্মাণ করা হয়েছে। এ ড্রেনেজ নির্মাণের সঙ্গে সঙ্গে প্রশস্থ করা হয়েছে সড়কও। সড়কের উভয় পাশে অন্তত আট ফিট করে সড়ক প্রশস্থ করা হয়েছে।

এদিকে সড়ক প্রশস্থ হলেও কাজে আসছে না সড়কের মাঝখানে অনেকগুলো বিদ্যুতের খুঁটি থাকায়। বিভিন্ন সময়ে ওই সড়কে চলতে গিয়ে যানজট বেধে যাচ্ছে। এমনকি খুঁটিতে ধাক্কা লেগে ছোট দুর্ঘটনাও ঘটছে।

সরেজমিন দেখা যায়, দ্রুতগতিতে সড়ক প্রশস্থকরণের কাজ এগিয়ে চলেছে। এতে করে বেশিরভাগ জায়গায় সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে রয়েছে। সড়কের দুইধারে প্রায় আট ফিট করে প্রশস্থ হলেও এর কোনো সুফল মিলছে না।খুঁটিগুলোর কারণে আগের মতোই যানজট লেগে আছে। মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত একটু পরপরই সড়কের মাঝখানে খুঁটি দাঁড়িয়ে আছে। সবচেয়ে মারাত্মক ঝুঁকিতে আছে বকচত্বর থেকে একতারা মোড় পর্যন্ত।

এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী মামুন আহমেদ বলেন, সড়ক প্রশস্থ হচ্ছে দেখে ভালো লাগে। বৈদ্যুতিক খুঁটি আগের জায়গায় রয়ে গেছে। এখন যানজটের সঙ্গে তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি। এসব সমাধানের উদ্যোগ নেই পৌরসভার।

কিরন আলী নামের এক যাত্রী জানান, বঙ্গবন্ধু সুপার মার্কেট থেকে লাল মোহাম্মদ তেলকল পর্যন্ত সড়কের বেশ কয়েকটি খুঁটি থাকায় প্রায় সময়ই রিকশা ও ইজিবাইক দুর্ঘটনার শিকার হয়। আমি নিজেও একদিন ইজিবাইকের ধাক্কায় আহত হয়েছিলাম। দ্রুত এসব সমাধানের দাবিও জানান তিনি।

সড়ক নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান নেশন টেকের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম শিমুল বলেন, সড়কের বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন শুধু পিচ ঢালাই বাকি আছে। তবে সড়কের মাঝে খুঁটি পড়ে যাওয়ায় ইট খোয়া বালু রোলার করতে সমস্যা হচ্ছে। তাছাড়া পরবর্তীতে খুঁটি সরানো হলে সেখানে সড়ক আবার খোঁড়া হবে। সড়ক দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সড়কের টেকসই কমে যাবে। পিচের আগে খুঁটি না সরালে আরও সমস্যা হতে পারে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, খুঁটিগুলো সরানোর জন্য বিদ্যুৎ বিভাগকে আবারও চিঠি দেওয়া হয়েছে। এ সড়ক যান চলাচলে সারাদিন ব্যস্ত থাকে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই শঙ্কায় বিদ্যুৎ বিভাগকে তাগিদ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, খুঁটি সরানোর জন্য প্রায় ৩৫ লাখ টাকা খরচের একটা প্রাক্কলন চিঠি আমাদেরকে পাঠিয়েছিলো। আমরা অনুমোদনও দিয়েছি। শিগগিরই তারা খুঁটিগুলো সরানোর ব্যবস্থা করবে।

এ সম্পর্কিত আরও খবর