শৈলকুপা পৌরসভা থেকে ৮০ বস্তা ভিজিএফ’র চাল জব্দ

, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ | 2023-08-21 06:07:15

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার দুটি কক্ষ থেকে ৮০ বস্তা ভিজিএফ’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস এ চাল জব্দ করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকায় বিতরণ জন্য বরাদ্ধকৃত ভিজিএফ’র চাল বিতরণ না করে শৈলকুপা পৌরসভার ২ কক্ষে মজুদ করা আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় একটি কক্ষ থেকে ৬৩ বস্তা অন্য কক্ষ থেকে ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়। যার ওজন ২ হাজার ৪১৫ কেজি। পৌর কর্তৃপক্ষ চাল মজুদের কোনো সদুত্তর না দিতে পারায় কক্ষদুটি সিলগালা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে, তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে পৌর মেয়র কাজী আশরাফুল আজম বলেন, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নায়েব আলী ঈদের আগে চাল গ্রহণ করেননি। তিনি বরাদ্দের চেয়ে বেশি চাল চেয়েছিলেন। তা না দেওয়ায় তিনি চাল গ্রহণ করেননি। সেই চালগুলো গুদামে রাখা ছিল। বিষয়টি পূর্বের উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি অবগত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর