রোহিঙ্গাদের জন্য ট্রলারে আসছিল মিয়ানমারের সিম, আটক ৩

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-27 22:54:34

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে পাচারকালে মিয়ানমারের ২১০টি সিমকার্ডসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্থলবন্দরের প্রধান গেইটে আনসার সদস্যদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- ট্রলার মাঝি মিয়ানমার মংডু বিচিডিল এলাকার নুরুল আলমের ছেলে নুর হাসান (২২), টেকনাফের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা শিবিরের হোসেনের ছেলে সেলিম (২৬) ও উখিয়া জামতলী রোহিঙ্গা শিবিরের মেহের শরীফের ছেলে রবি আলম (২২)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, মিয়ানমার থেকে আসা ট্রলারে রোহিঙ্গাদের ব্যবহারের জন্য সিমগুলো আনা হয়েছিল। ট্রলার মাঝিসহ তিন রোহিঙ্গা সিম নিয়ে যাওয়ার পথে ওই এলাকায় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, টেকনাফ ও উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে সরকার মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। তবে রোহিঙ্গারা নিজেদের মাঝে যোগাযোগ সক্রিয় রাখতে মিয়ানমারের সিম এনে তা ব্যবহার করে যাচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের।

এ সম্পর্কিত আরও খবর