ট্রেনের নিচে মাথা দিয়ে অবসরপ্রাপ্ত ট্রেনচালকের আত্মহত্যা

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা | 2023-08-28 01:50:18

আব্দুল লতিফ (৫৫)। একজন অবসরপ্রাপ্ত ট্রেনচালক। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়েতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন স্বর্ণপদক। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে সেই আব্দুল লতিফ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।

তার বাড়ি ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে তার। তিনি দীর্ঘ দিন ধরে পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবীর দত্ত জানান, ঈশ্বরদী থেকে খুলনা রুটের পাকশী স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের ডাউন লাইনে চিলাহাটি টু খুলনাগামী রকেট মেইল ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন আব্দুল লতিফ।

স্থানীয়রা জানান, জমি নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার বিরোধ চলছিল। এ নিয়ে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে
গভীররাতে ঘটনাস্থল থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর