লিবিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন শাহ জালাল

মাদারীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর | 2023-08-24 11:45:23

গত ২ জুলাই লিবিয়ার একটি অভিবাসী ক্যাম্পে বিমান হামলার ঘটনায় নিহত হন মাদারীপুরের শাহ জালাল কাজী। দুই মাসেরও বেশি সময় পর সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া গ্রামে তার নিজ বাড়িতে লাশ এসে পৌঁছায়। এ সময় শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে।

সকালেই নিহত শাহ জালাল কাজীর লাশ দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২ বছর আগে শাহ জালাল কাজী জীবিকার তাগিদে লিবিয়া যান। সেখানে কর্মরত অবস্থায় পুলিশের হাতে আটক হন তিনি। পরে লিবিয়াতে একটি অভিবাসী ক্যাম্পে তাকে আটকে রাখা হয়। গত ২ জুলাই অভিবাসী ক্যাম্পে বিমান হামলায় নিহত হন তিনি। পরে নানা প্রক্রিয়া শেষে আজ সকালে তার লাশ বাংলাদেশে পৌঁছে।

নিহতের বাবা ফজল কাজী বলেন, ‘কাজের সন্ধানে আমার ছেলে লিবিয়া যায়। সেখানে বিমান হামলায় আমার ছেলে মারা যায়। আজ আমার ছেলে লাশ হয়ে বাড়ি ফিরল।'

নিহতের স্ত্রী সোনিয়া বলেন, ‘আমার স্বামী এখনো ৬ লাখ টাকা ঋণ। বিদেশ যাওয়ার সময় ধার-দেনা করে তাকে পাঠানো হয়েছিল। ছোট মেয়েটিকে নিয়ে এখন আমি কীভাবে বাঁচব?’

এ সম্পর্কিত আরও খবর