কৃষকরা সার নয়, ফসলের ন্যায্য মূল্য চায়: দুদু

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-24 10:39:17

কৃষকরা হেলিকপ্টার করে সার চায় না, তারা ফসলের ন্যায্য মূল্য চায় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দিবে, আজ সেখানে বেকারের ছড়াছড়ি। তিনি বলেছিলেন নিজে হেলিকপ্টারে না চড়ে, সেটি দিয়ে কৃষকদের ঘরে ঘরে সার পৌঁছে দিবে। কিন্তু কৃষকরা হেলিকপ্টারে সার চায় না, তারা ফসলের ন্যায্য মূল্য চায়।’

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরস্থ মজলুম মিলনায়তনে আয়োজিত জেলা কৃষকদলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। নতুন জেলা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে কমিটি ঘোষণা না হলেও প্রস্তাবিত কমিটি ভেবে দেখবেন বলে জানায় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

সম্মেলনে দুদ বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বলেছিলেন ১০ টাকায় চাল কিনে খাওয়াবেন। আমাদের ক্ষমতাকালে সেটা ১৬টাকা ছিল। এখন দেশের মানুষ ১০ টাকায় চাল খাচ্ছে কিনা সেটা মানুষ ভালো ভাবেই জানে।

তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিষয়টি টেনে বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা কয়েক কোটি টাকার দুর্নীতি করায় তাদের অব্যাহতি দেওয়া হলো। অথচ তারা যে অসংখ্য ব্যাংক ও শেয়ার বাজারের হাজার কোটি টাকা লুটপাট করলো তার দায়ে কেন শেখ হাসিনা পদত্যাগ করছে না? ছাত্রদলের কাউন্সিলে বিএনপি হস্তক্ষেপ করেছে অভিযোগ তুলে আদালত সেটি স্থগিত করেছে। তাহলে আদালতের প্রতি সন্মান রেখে বলতে চাই শেখ হাসিনা যে ছাত্রলীগের কমিটিতে হস্তক্ষেপ করলো সেটি কি আপনাদের নজরে এলো না? কোন উত্তর আসবে না আমরা জানি। উত্তর পেতে হলে রাজপথে গণ আন্দোলন গড়ে তুলতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি আজকে শেখ হাসিনা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, তারপর দেখা যাবে ১০টির বেশি আসন পান কিনা? পুলিশ আর লাঠির ভয় দেখিয়ে বেশিদিন রাজত্ব করা যায় না। পতন অবশ্যই হবে, শুধু সময়ের ব্যাপার।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার বলেন, ‘সম্মেলন ছাড়া কোনো দল সুসংগঠিত থাকতে পারে না। সম্মেলন ছাড়া কমিটি প্রদান করার কারণে আজ বিএনপির নেতারা একই সঙ্গে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রোগ্রামে উপস্থিত হয়। আমরা গায়ে খেটে একেকজনকে উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর বানাই আর তারা ক্ষমতাসীনদের পা চাটে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি।’

জেলা কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন- কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর