হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ

দিনাজপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-13 11:18:13

মূল্য বৃদ্ধির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

গত শুক্রবার হঠাৎ করে পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করে ভারতীয় কৃষিপণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা। ফলে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

এর আগে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৩শ মার্কিন ডলারে আমদানি করা হতো। আর এখন থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৮৫২ মার্কিন ডলারে ব্যবসায়ীদের আমদানি করতে হবে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী বাবুল হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ভারত সরকার পেঁয়াজের রফতানি মূল্য বৃদ্ধি করেছে। এ কারণে দেশের খোলা বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা দরে।

এ সম্পর্কিত আরও খবর