মানিকগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৬৭ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-19 22:12:39

মানিকগঞ্জের গঙ্গাধর পট্টি এলাকায় জাতীয় ভোক্তা অধিদফতর অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। অভিযানে চাইনিজ রেস্টুরেন্ট, শপিংমল ও স্বর্ণের দোকানকে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলীপসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

এ সময় মেয়াদোত্তীর্ণ বাসি-পঁচা খাবার থাকায় রেজলে চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, আমদানিকারকের স্টিকার না থাকায় ইজি বাজার শপিংমলকে ১৫ হাজার ও মূল্য তালিকা না থাকায় রাজলক্ষ্মী স্বর্ণের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, এখন থেকে জাতীয় ভোক্তা অধিদফতর রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়েও নিয়মিত অভিযান পরিচালনা করবে।

এ সম্পর্কিত আরও খবর