সিরাজগঞ্জে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ | 2023-08-27 11:51:10

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭ জন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন- বগুড়া জেলার সারিয়াকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও একই এলাকার আজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২)। নিহত আরও একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। আহত হয় আরও ৮ জন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাকি আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

এ সম্পর্কিত আরও খবর