নাটোরে নিম্নমানের কাজে বাধা দেওয়ায় সওজ প্রকৌশলীকে হত্যার হুমকি

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-25 06:20:27

সাইট পরিদর্শনে এসে কাজের নিম্নমান নিয়ে অভিযোগ করায় নাটোর সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী লিটন আহমেদ খানকে লাঞ্ছিত করেছেন আশফাকুল ইসলাম নামের এক ঠিকাদার। আগামীতে সাইট পরিদর্শনে এলে প্রকৌশলী লিটনকে মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের নিরাপত্তা চেয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই প্রকৌশলী।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ কোটি টাকা ব্যয়ে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এবং বাগাতিপাড়া উপজেলায় সরাসরি সড়ক যোগাযোগের জন্য রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারি পান নাটোরের আশফাকুল ইসলাম। গতকাল (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ওই সড়কে রাস্তার কাজে প্রাইম কোট দেওয়া নিয়ে সহকারী প্রকৌশলী লিটন আহমেদ খানের সঙ্গে ঠিকাদার আশফাকুল ইসলামের কথা কাটাকাটি হয়। এ সময় ঠিকাদার আশফাকুল ওই প্রকৌশলীকে এই বিষয় নিয়ে ভবিষ্যতে কথা বলতে নিষেধ করেন। সেই সঙ্গে হাত পা ভেঙে ফেলার এবং তার লাইসেন্স করা পিস্তল দিয়ে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। পরে ঠিকাদারের লোকজন ধাওয়া দিলে প্রাণ ভয়ে পালিয়ে আসেন প্রকৌশলী লিটন।

সহকারী প্রকৌশলী লিটন আহমেদ খান বলেন, ‘ঠিকাদার আশফাকুল ইসলাম প্রাইম কোটের আগে কার্পোটিং করতে চান। কিন্তু নির্মাণ উপকরণের গুণগত মান পরীক্ষা করে তারপর কার্পোটিং করার কথা বলা মাত্রই তার লোকজন আমাকে ধাওয়া করে এবং প্রাণে মেরে ফেলার জন্য হুমকি দেয়। বর্তমানে নিরাপত্তার অভাবে আমি কাজের সাইটে যেতে পারছি না।

তবে ঠিকাদার আশফাকুল ইসলাম হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘প্রকৌশলীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তবে তাকে কোনো মারপিট বা ধাওয়া করা হয়নি।’

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আফতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নির্বাহী প্রকৌশলী দেশের বাইরে রয়েছেন। আগামী ১৩ সেপ্টেম্বর তিনি দেশে ফিরলে পরবর্তীতে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছিল। বুধবার সকালে ওই প্রকৌশলী নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। জিডির তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর