‘ভুলে যাবেন না, বাড়িতে কেউ অপেক্ষা করছে’

রংপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-23 14:30:37

‘ভুলে যাবেন না, বাড়িতে আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। দায়িত্বশীল হোন। নিজে বাঁচুন, পরিবার ও আত্মীয়-স্বজনকে আনন্দে রাখুন। আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালান।’

এ রকম নানা স্লোগান নিয়ে মোটরসাইকেল চালকদের কাছে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পীরগাছা থানা পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কদমতলা বাজারে মোটরসাইকেল চালকদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আরমান হোসেন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, অফিসার ইনচার্জ (তদন্ত) আজিম উদ্দিন, উপ-পরিদর্শক জয়নুল আবেদীন, রেজাউল করিম, কনক, এএসআই শাহীন ও শহীদ প্রমুখ।

রংপুরের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আরমান হোসেন চালকদের উদ্দেশে বলেন, ‘স্ত্রী-সন্তানকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাবেন না। ফিডার রোড থেকে মহাসড়কে ওঠার সময় থেমে ডানে-বামে দেখে নেবেন। মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা বলবেন না। হেলমেট পড়ুন, গতি নিয়ন্ত্রণে রাখুন, ট্রাফিক আইন মেনে চলুন।’

এ সম্পর্কিত আরও খবর