আলী আকবর হত্যা: ৩ আসামি কারাগারে

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-08-10 01:16:49

লক্ষ্মীপুরের রায়পুরে বৃদ্ধ আলী আকবর ক্বারী (৭০) হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি রায়পুর আদালতের বিচারক তারেক আজিজ এ আদেশ দেন।

বাদীর আইনজীবী মিজানুর রহমান মুন্সি জানান, আসামি মো. জসিম উদ্দিন, মো. জুয়েল ও নুর মিয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আলী আকবর ক্বারীকে কুপিয়ে হত্যা করে। রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে তহিরুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ মো. জসিমকে প্রধান করে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরমধ্যে ৬ আসামি জামিনে আছেন। মোক্তার হোসেন ও মোশারফ হোসেন নামে দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর