কংস নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১৮ লাখ টাকা জরিমানা

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা | 2023-08-26 21:45:45

নেত্রকোনার কংস নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাঁচজন ব্যক্তিকে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম এ জরিমানা করেন। 

অর্থদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন- সদর উপজেলার মঈনপুর গ্রামের আব্দুল ফাতা (৫ লাখ টাকা), বড়ওয়ারি এলাকার নাজিম উদ্দিন খান (৫ লাখ টাকা),শাহপুর গ্রামের শাহাবুদ্দিন (৩ লাখ টাকা), দিগজান গ্রামের মামুন মিয়া (২ লাখ টাকা) ও হাটকুনাডুলি গ্রামের শামীম আহমেদ (৩ লাখ টাকা)।

নেত্রকোনা সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বুলবুল আহমেদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে কংস নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি স্বার্থান্বেষী মহল। এমন সংবাদের ভিত্তিতে রোববার সকালে বিশেষ অভিযান পরিচালিত হয়।’

কংস নদীর বিভিন্ন অংশে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর